Posts

https://earnmoney360.com/

Image
  এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি। ইত্যেমধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান করে জনপ্রিয়তা পেয়েছেন এই কণ্ঠশিল্পী। ফোক গানের পাশাপাশি ঈর্ষা পাপড়ি হাজির হয়েছেন নতুন আধুনিক গান নিয়ে। এর  আগেও একাধিক আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান করেছেন হৃদয় খান, বাপ্পা মজুমদার, বালাম, প্রীতম আহামেদ, মুশফিক লিটু, প্রদীপ সাহা, রিয়েল আশিকসহ অনেকের সাথে। ঈর্ষা পাপড়ি নতুন আধুনিক গান ‘ঘাস ফড়িংয়ের বিকেল’। ঘাস ফড়িংয়ের বিকেল গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল “ঈর্ষা পাপড়ি” ও ফেসবুক পেইজে মুক্তি পেতে যাচ্ছে। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি বলেন, আধুনিক এবং ফোক দুই ট্র্যাকেই গান করতে চাই। দুইটাতেই আমার ভালোলাগা আছে। আধুনিক গান করতে অনেক ভালোবাসি, আর ফোক গানটাও পছন্দ করি। ঈর্ষা পাপড়ি আরও বলেন , পৃথিবীর সকল গানেই কোন না কোন ম্যাসেজ থাকে। আমার গানেও তেমনটাই রাখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমার পরবর্তী গান আসছে পথশিশু, যৌন কর্মী এবং বৃদ্ধ ভিক্ষুক নিয়ে। গানগুলোর মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসবে। ঘাস ফড়িং গানটি কাজী বিভাসের কথায় সুর করেছেন নাজির মাহামুদ, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটি দ...

ইউটিউবে এক বিজ্ঞাপন থেকে যত আয়

Image
  অনলাইনে কীভাবে অর্থ-উপার্জন করার ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনি একটি YouTube চ্যানেল তৈরি করার কথা বিবেচনা করাতে পারেন। ফোর্বস এর তথ্য, বিশ্বের সর্বোচ্চ অর্থপ্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান হলো ইউটিউব। মনে রাখবেন, বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করতে চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই চার হাজার ঘণ্টা ভিউ থাকতে হবে এবং আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব থাকতে হবে। এছাড়াও ইউটিউবে আপনার আয় যতক্ষণ না পর্যন্ত একশ ডলার না হবে ততক্ষণ পর্যন্ত সেই আয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। এই ব্যাপারটি গুগল অনেকটাই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে। ইউটিউবাররা জানতেও পারেন না যে নির্দিষ্ট বিজ্ঞাপনটি থেকে তিনি কী পরিমাণ আয় করছেন। তবে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় যে প্রতি এক হাজার ভিউ থেকে প্রায় তিন ডলার থেকে ৫- ১০ ডলারের মতো আয় হয়ে থাকে। একজন ইউটিউবার প্রতি ১০০০ বিজ্ঞাপন দর্শনের জন্য প্রায় ১৮ ডলার উপার্জন করে থাকেন। একজন ইউটিউবার সাবস্ক্রাইবারের কাছ থেকে কত টাকা উপার্জন করে? আপনার জন্য তথ্য হচ্ছে, সাবস্ক্রাইবারের সংখ্যার উপর ভিত্তি করে YouTube আপনাকে অর্থ প্রদান করে না। সাবস্ক্রাইবার হল এমন ব্যক্তি যারা আপনার অ...

১০ টি সহজ উপায়ে স্মার্টফোন দিয়ে ইনকাম করুন

১০টি সহজ উপায়ে র্টফোন ব্যবহার করে ঘরে বসেই আয় করুন দুনিয়াতে সততার সহিত জীবনযাপন করতে হলে পরিশ্রমের বিকল্প নেই। সহজে আয় বলতে কোন কিছু নেই। কোন না কোনভাবে পরিশ্রম করতেই হবে।  পরিশ্রম ব্যতিত ঘরে বসে আয় করা সম্ভব নয়। বরং আমি বলব বাড়িতে বসে থেকে আয় করতে চাইলে বেশি পরিশ্রম করতে হয়। যাই হোক প্রথমে আপনাদেরকে কিছুটা নিরুসাহিত করলাম। কারন আমি জানি আপনি হয়তো অনেক আশা নিয়ে এই লেখাটি পড়তে শুরু করছেন বা পড়বেন। এই লেখার মাধ্যমে আপনি সেই বিষয় গুলো আলোচনা করতে দেখতে পাবেন যা আপনি জানেন কিন্তু কখনো ট্রাই করেন নাই বা আপনি শুনেছেন কিন্তু শিক্ষার চেষ্টা করেন নাই। অথবা আপনি জানেন না কিন্তু জানতে চান। বেকারত্বের সমস্যা আমাদের দেশের এক বড় অভিশাপ, তার ওপর আবার করোনা পরিস্থিতিতে কাজ হারানোয় বেকারের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। সেইসাথে বর্তমানে মূল্যবৃদ্ধির থাবায় তো আপামর সাধারণ জনগণ জর্জরিত। এমতাবস্থায়, পরিস্থিতিতে চাকুরিজীবি, স্বল্প রোজগেরে হোক কিংবা বেকার – প্রত্যেকেই দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন; এবং প্রয়োজন পড়ছে অতিরিক্ত অর্থের জোগানের। তবে কিছুটা হলেও খুশির বিষয়, বর্তমানে ইন্টারনেট এবং প্রযুক্তি পণ্...